‘দুর্নীতি নয়, মানুষের ভাগ্য পরিবর্তন করতেই ক্ষমতায় এসেছি’

|

দুর্নীতি করতে নয়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই ক্ষমতায় এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে গণভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইডিইবি’র ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজধানীর ওপর চাপ নয়, গ্রামেও শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সরকার। গ্রামে বসেই যাতে সকল চাহিদা পূরণ করা সম্ভব হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।

প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের কথাও জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে; সেই সাথে বাড়ছে প্রবৃদ্ধিও।

পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে বলেও জানান প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply