জোর করে ক্ষমতায় থাকার অশুভ অভিপ্রায় আওয়ামী লীগের নেই: কাদের

|

সংবাদ সম্মেলনে কথা বলছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নে মানুষের আস্থা আছে। তাই জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার রাখার কোন প্রকার অশুভ অভিপ্রায় আলীগের নেই।

আজ শনিবার রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা ওবায়দুল কাদের বলেন, কোন দল যখন দেউলিয়াত্বের চরমে পৌঁছায় তখন জাতিসংঘে গিয়ে কান্না কাটি করে। জনগনকে অসম্মান করে তারা বিদেশিদের কাছে গিয়ে নালিশ করেছে।

কাদের বিএনপিকে আহ্বান জানিয়ে বলেন, দেশের জনগনের কাছে নালিশ করেন। আপনাদের নালিশ যদি সত্যি হয় তাহলে জনগণ আমাদের ভোট দেবেনা। কোন বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বাসাতে পারবে না।

তিনি আরও বলেন, এতো নালিশের মধ্যেও দেশ মানব সুচকে এগিয়েছে। শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, আর বিএনপির স্বপ্ন নেক্সট ইলেকশন। বিএনপি ক্ষমতা ছাড়া কিছু বোঝেনা।

গুজব নিয়ন্ত্রণে ফেসবুক বন্ধ করা সমাধান নয় বলে মনে করে ওবায়দুল কাদের। তিনি বলেন, এর ভাল খারাপ দুটোই আছে। সাইবার অ্যাটাকের কাউন্টার অ্যাটাক আমরা করতে পারবো। আমরা জনগনের শক্তিতে ভরসা রাখি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply