‘হারিকেন ফ্লোরেন্সে’ যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রাণহানির শঙ্কা

|

ক্রমেই প্রাণঘাতী হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধেয়ে আসা ‘হারিকেন ফ্লোরেন্স’। দেশটির কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ- ফেমা’র শঙ্কা, এর প্রভাবে ঘটতে পারে বিপুল প্রাণহানি।

ফেমা’র এক বিবৃতিতে জানানো হয়, ঝড়ের কারণে বন্যার সম্ভাবনা রয়েছে, হতে পারে ভূমিধসও। তাই সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়া থেকে ১৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দেয়া হয়েছে। হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। হারিকেন মূল ভূখণ্ডে আঘাত হানার আগেই কিছু এলাকায় অন্তত ১৩ ফুট পর্যন্ত বন্যার পানি জমার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, বিচ্ছিন্ন রয়েছে ১১ হাজার বৈদ্যুতিক সংযোগ। এছাড়া, প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৪শ’র বেশি বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে উপকূলীয় বিমানবন্দরগুলোও। ক্যাটাগরি- টু হারিকেনটি ঘণ্টায় ১০৫ কিলোমিটার বেগে সাউথ ক্যারোলাইনার দিকে এগোচ্ছে।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply