প্যারোলের মেয়াদ বাড়লো নওয়াজের

|

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্যারোলে মুক্তির মেয়াদ ১২ ঘণ্টা থেকে বেড়ে তিনদিন করা হয়েছে। বুধবার এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন ইমরান খান সরকার।

এসময়, প্যারোলে মুক্তির পর তার বাসভবনকে ‘সাব-জেল’ হিসেবে ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানানো হয়। বর্তমানে তিনি মেয়ে মরিয়ম আর জামাতা সফদরসহ লাহোরে নিজ বাসভবনে গৃহবন্দি আছেন। স্ত্রী কুলসুম নওয়াজের মৃত্যুর পর প্যারোলে মুক্তি পান নওয়াজ।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে মঙ্গলবার দুপুরে লন্ডনের একটি হাসপাতালে মারা যান কুলসুম নওয়াজ। তার মরদেহ পাকিস্তানে ফিরিয়ে নিতে লন্ডনে পৌঁছেছেন নওয়াজের ছোট ভাই ও পিএমএলএন সভাপতি শাহবাজ শরিফ। শুক্রবার সকালে কুলসুমের মরদেহ দেশে এনে দাফন করা হবে।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply