ককটেলকে ক্রিকেট বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে শিশু আহত

|

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে ককটেল বিস্ফোরণে ফাহিম নামে ৮ বছরের এক শিশু আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে কালকিনি উপজেলার আলীনগরে এ ঘটনা ঘটে। আহত ফাহিম একই এলাকার মৃত ফারুক শেখের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি তাজা ককটেল উদ্ধার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার সকালের নাশতা খেয়ে বাড়ির সামনের বাগানে খেলতে যায় ফাহিম। এ সময় লাল কসটেপ প্যাঁচানো একটি বলের মতো দেখতে পায় ফাহিম। পরে ক্রিকেট খেলার বল মনে করে কসটেপটি খুললে বিস্ফোরিত হয় এটি। এতে গুরুতর আহত হয় শিশু ফাহিম। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে ফাহিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তার শরীরের একাধিক স্থানে আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ। ঘটনাস্থল থেকে আরো একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply