শ্রী হারাচ্ছে জাম্বুরি পার্ক

|

উদ্বোধন না হতেই শ্রী হারাচ্ছে চট্টগ্রামের জাম্বুরি পার্ক। ১৮ কোটি টাকা খরচে সদ্য নির্মিত দৃষ্টিনন্দন এই উদ্যানের সৌন্দর্য নষ্ট করছে ঘুরতে আসা মানুষ। পার্কে এবং হ্রদে ফেলছে ময়লা আবর্জনা।

গত ৮ সেপ্টেম্বর পার্কটির উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত জাম্বুরি মাঠে প্রায় ২০ কোটি টাকা খরচে আধুনিক উন্মুক্ত এই উদ্যান নির্মাণ করেছে গণপূর্ত অধিদফতর। যার স্থাপত্যশৈলী নজর কেড়েছে সবার।

শুধু ময়লা আবর্জনা ফেলাই নয়, উদ্যানের সৌন্দর্য বাড়াতে নির্মিত কৃত্রিম হ্রদ পরিণত হয়েছে আশপাশের বস্তিতে বসবাসরত শিশুদের গোসলখানায়। প্রবেশ ফি নেই, ফলে প্রয়োজন ছাড়াও অবাধে ঢুকছে অনেকে। নষ্ট করছে সৌন্দর্য। তার উপর নেই কোনো তদারকি। পুলিশ বলছে, উদ্যানের পরিবেশ সুন্দর রাখতে সার্বক্ষনিক টহল দরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply