প্যারোলে মুক্তি পেলেন নওয়াজ-মরিয়ম

|

প্যারোলে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদর। মেয়ে ও জামাতাকে সাথে নিয়ে স্ত্রী কুলসুম নওয়াজের দাফনকার্যে অংশ নেবেন তিনি।

মঙ্গলবার মধ্যরাতে ইসলামাবাদের আদিয়ালা জেল থেকে বের হন তারা। এরপরই কড়া নিরাপত্তায় লাহোরে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয় তাদের।

গণমাধ্যম জানিয়েছে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তারা। তবে এ সময়সীমা বাড়াতেও পারে রাজ্য সরকার।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়তে থাকা কুলসুম নওয়াজ মঙ্গলবার দুপুরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করতে দু’তিন দিন লেগে যেতে পারে।

মৃত্যুর সময় তিন সন্তান কুলসুমের কাছে থাকলেও ছিলেন না স্বামী আর মেয়ে মরিয়ম। দুর্নীতি মামলায় গত জুলাই থেকে কারাভোগ করছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply