লিবিয়ায় এক সপ্তাহেই নৌকাডুবিতে ২০ শিশুসহ শতাধিক আশ্রয়প্রার্থীর মৃত্যু

|

লিবিয়ার সমুদ্র উপকূলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নৌকাডুবিতে প্রাণ গেছে ২০ শিশুসহ শতাধিক আশ্রয়প্রার্থীর। সোমবার, এই তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক সেবা সংস্থা- এমএসএফ।

জীবিত উদ্ধার হওয়াদের বরাত দিয়ে এমএসএফ জানিয়েছে, চলতি মাসের ১ তারিখ ইউরোপে পাড়ি দেয়ার উদ্দেশে লিবিয়া থেকে রওনা দেয় দুটি নৌযান। প্রত্যেকটি’তে শতাধিক আরোহী ছিল। কিন্তু, দেশটির সমুদ্রসীমা অতিক্রমের আগেই ইঞ্জিন বিকল হয়ে নৌযান দুটি ডুবে যায়। ইতালির কোস্টগার্ড এবং আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোর সহায়তায় উদ্ধার হন বাকিরা।

উদ্ধারকারীদের দাবি, আরোহীদের বেশিরভাগ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। জাতিসংঘের দাবি, এবছর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় প্রাণ হারায় কমপক্ষে দেড় হাজার অভিবাসনপ্রার্থী।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply