ভয়াল ‘নাইন-ইলেভেন’র ১৭-তম বর্ষ আজ

|

যুক্তরাষ্ট্রে ‘নাইন-ইলেভেন’ হামলার ১৭ বছর আজ। দিবসটি স্মরণে গোটা যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে রয়েছে নানা আয়োজন।

এ বছরই সেপ্টেম্বরের ৭ থেকে ৯ তারিখ’কে ‘ন্যাশনাল ডেইজ অব প্রেয়ার’ হিসেবে ঘোষণা করেছে হোয়াইট হাউজ। নিউইয়র্কের ‘গ্রাউন্ড জিরো’তে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন টুইন টাওয়ার হামলায় নিহতদের পরিবার-স্বজনরা। বিশ্ব বাণিজ্য সংস্থাটির স্মরণে থাকবে বিশেষ লাইট প্রজেকশান। যেখানে, সারাদিন থাকবে টুইন টাওয়ারের প্রতিচ্ছবি।

এছাড়া, পেন্টাগনে চালানো বিমান হামলায় নিহতদের পরিবারের জন্য বিশেষ সেবা চালুর ঘোষণা দেবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়; থাকবে স্মরণ অনুষ্ঠানও। আর, পেনসিলভানিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই, জঙ্গিদের পরিচালিত চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয়।

‘নাইন ইলেভেন’র সন্ত্রাসী হামলার ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল একটি পাতাল রেল স্টেশনও। ১৭ বছর পর গত শনিবার থেকে সেখানে ট্রেন চলাচল শুরু হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply