সেঞ্চুরি দিয়ে শুরু সেঞ্চুরিতেই শেষ

|

অভিষেক ও শেষ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের বিদায়কে স্মরনীয় করে রাখলেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। কুক টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান যিনি অভিষেক ও শেষ টেস্টে দুই ইনিংসে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ড গড়লেন। একই সঙ্গে ৩৩ সেঞ্চুরির মালিক এই ইংলিশ সাঙ্গাকারাকে পেছনে ফেলে হয়েছেন বাহাতি হিসেবে সর্বাধিক রান সংগ্রাহক।

চলতি ওভাল টেস্টে প্রথম ইনিংসেও সেঞ্চুরির সম্ভাবনা ছিল। দারুণ খেলতে খেলতে কুক আউট হয়ে যান ৭১ রানে। দ্বিতীয়বার আর ভুল করেননি বাঁহাতি ওপেনার। তুলে নিয়েছেন চোখ ধাঁধানো এক সেঞ্চুরি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২২২ বলে ৮ চারে ১০৩ রানে অপরাজিত আছেন কুক।

এদিকে শেষ টেস্টের মতো ক্যারিয়ারের প্রথম টেস্টেও প্রতিপক্ষ ছিল ভারত। সেই ম্যাচেও প্রথম ইনিংসে করেন ৬০ এবং দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করেছেন। ইংল্যান্ডের হয়ে ১৬১ টেস্টে ৩২টি শতক ও ৫৬টি অর্ধশত করেন তিনি।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply