কারাগারে আদালত বসানোর বৈধতা নিয়ে খালেদা জিয়ার হাইকোর্টে রিট

|

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পুরনো কারাগারে আদালত স্থাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন খালেদা জিয়ার আইনজীবী। আজ দুপুরে এই রিট করা হয়।

এর আগে রোববার দুপুরের দিকে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এই রিট করার অনুমতি দিয়েছিলো।

গত মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারিক আদালত স্থানান্তরের গেজেট প্রকাশ করে। নিরাপত্তাজনিত কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে বিশেষ জজ আদালত-৫ হিসেবে ঘোষণা করা হয়।

সেই গেজেট সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি বলে মন্তব্য করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ডের রায়ের পর সাত মাস ধরে এই কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply