বিএনপি’র মরা গাঙে আর জোয়ার আসবে না: ওবায়দুল কাদের

|

জয়পুরহাট প্রতিনিধি
‘বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না। গত ১০ বছরে বিএনপি বার বার আন্দোলনের ডাক দিয়েও আন্দোলন করতে পারেনি। তাদের কোন আন্দোলন আলোর মুখ দেখেনি। আগামীতেও তারা আন্দোলন করতে পারবে না। তারা ২০১৪ সালের মত আরেকটি নাশকতা করতে চায়, মানুষ মারতে চায়। এ কারণে জনগন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের কারণে দিন দিন আওয়ামী লীগের ভোট বাড়ছে আর বিএনপির ভোট কমছে।’

শনিবার বিকেলে দলের নির্বাচনী প্রচারণার কর্মসূচির অংশ হিসেবে উত্তরাঞ্চলের ট্রেনযাত্রায় জয়পুরহাট রেলস্টেশনে আয়োজিত পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তারপরও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষামতায় আনতে হবে।” এজন্য নৌকা মার্কায় ভোট দিতে তিনি জনগনের প্রতি অনুরোধ করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য এ্যাড সামছুল আলম দুদুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলাইমান আলী, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আগামীতে মনোনয়ন পেতে কষ্ট হবে। যারা ক্ষমতায় থেকে জনগনের দুর্ভোগ বাড়িয়েছেন, আগামীতে তাদের মনোনয়ন দেওয়া হবে না।”

তাই আগামীতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে অভ্যন্তরীন কোন্দল ভুলে গিয়ে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নিদের্শ দেন ওবায়দুল কাদের ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply