বিএনপির পক্ষে আর আন্দোলন করা সম্ভব নয়: কাদের

|

বিএনপির পক্ষে আর আন্দোলন করা সম্ভব নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটি ২০১৪ এর মতো আবারও আগুন সন্ত্রাসের পরিকল্পনা করছে বলেও দাবি তার।

আজ শনিবার দুপুরে দলের সাংগঠনিক ট্রেন সফরের অংশ হিসেবে ঈশ্বরদির মুলাঢুলীতে পথসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির আন্দোলনে জনগনের আস্থা নেই। দলটি আবারও নাশকতা করলে জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ করবে আওয়ামী লীগ।

জনগনের পছন্দের বিরুদ্ধে কোন প্রার্থীকে আওয়ামী লীগ মনোনয়ন দিবে না জানিয়েছে তিনি বলেন, নির্বাচনের আগে দেশে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করা হবে।

এর আগে সকাল আটটায় আওয়ামী লীগের ‘নির্বাচনী ট্রেন’ নীলফামারীর উদ্দেশে কমলাপুর রেল স্টেশন ছাড়ে।

আওয়ামী লীগের এই নির্বাচনী যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ট্রেন ছাড়ার আগে কমলাপুর রেলস্টেশনে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই যাত্রা আমাদের নির্বাচনী যাত্রা। এই যাত্রা অব্যাহত থাকবে।’

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে ১০টি স্থানে পথসভা হবে। এগুলো হলো টাঙ্গাইল, ঈশ্বরদী, নাটোর, বগুড়ার শান্তাহার, জয়পুরহাট, জয়পুরহাটের আক্কেলপুর, দিনাজপুরের বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর ও নীলফামারীর সৈয়দপুর স্টেশনে পথসভা হবে। এসব পথসভায় বক্তব্য দেবেন ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply