সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল

|

সাফ সুজুকি কাপ-২০১৮ এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নেপালকে আতিথ্য দেবে বাংলাদেশ। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হবে স্বাগতিকদের।

তবে জয় দিয়েই শেষ চারে খেলতে চান কোচ জেমি ডে। আর শেষ চারের সম্ভাবনা জিইয়ে রাখতে জয় ভিন্ন কোন পথ নেই নেপালের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় শুরু হবে ম্যাচটি।

টানা দুই ম্যাচ জিতেও, গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে স্বস্তিতে নেই বাংলাদেশ। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও, নানা সমীকরণে এখনও সম্ভাবনা টিকে আছে গ্রুপের বাকি তিন দল পাকিস্তান, নেপাল এমনকি কোন জয় না পাওয়া ভুটানের।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটান-পাকিস্তান। যেখানে পাকিস্তানের ৩ গোলের জয়, আর সন্ধ্যায় নেপালের ১ গোলের জয়, টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে বাংলাদেশকে। শক্ত সমীকরণ অবশ্য ভুটানের।

পাকিস্তানকে হারাতে হবে ৭ গোলের ব্যবধানে। সঙ্গে নেপালের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে ৪ গোলের ব্যবধানে। টানা ম্যাচের মধ্যে থাকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে কোন অনুশীলনই করেনি পাকিস্তান আর নেপাল।

ভুটান-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে নেপালিজরা। যেখানে ভুটানের ভরাডুবির আশায় দলটির ম্যানেজার কিরণ শ্রেষ্ঠা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply