১৬ অক্টোবর জেদ্দায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল

|

আগামী ১৬ অক্টোবর সৌদি আরবের জেদ্দায় হবে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। তার আগে কাল সকাল ৯টায় গুয়েতেমালার মুখোমখি হবে আলবিসেলেস্তারা।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোল বিদায়ের হতাশা কাটিয়ে আবারও মাঠে ফিরছে আর্জেন্টিনা। ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেকটা তরুণ আর অনভিজ্ঞ দল মাঠে নামাবেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ স্কোয়াডের ৯ জন ফুটবলার আছেন তার এই বর্তমান দলে।

মাউরো ইকার্ডি আর আর লুতারো মার্টিনেজের এই ম্যাচে খেলা নিয়ে সংশয় রয়েছে। শতভাগ ফিট না থাকায় গোলরক্ষক সার্জিও রোমেরোর জায়গায় দেখা যেতে পারে জিরোনিমো রুলিকে। এর আগে দুবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-গুয়াতেমালা। যেখানে শতভাগ জয় আর্জেন্টিনার।

এদিকে, ভোর সাড়ে পাঁচটায় সেলেসাওরা খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। রাশিয়া বিশ্বকাপের পর প্রথম মাঠে নামছে ব্রাজিল। নেইমার, ফিরমিনো, কৌতিনহোদের সঙ্গে বিশ্বকাপের ১৩ ফুটবলার রয়েছেন এই স্কোয়োডে।

সঙ্গে নতুন ৯ ফুটবলার অপেক্ষায় আছেন অভিষেকের। এর আগে ১৮ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-যুক্তরাষ্ট্র। যেখানে ১৭ বারই জয় সেলেসাওদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply