‘সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হলে উপযুক্ত জবাব দেবে যুক্তরাষ্ট্র’

|

সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হলে উপযুক্ত জবাব দেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি।

তবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয় প্রতিনিধি বাশার জাফারি। নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি জানান, সিরিয়ায় আগেও নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার হয়নি, ভবিষ্যতেও হবে না।

মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় ইদলিব প্রদেশ বিদ্রোহীমুক্ত করতে চূড়ান্ত অভিযানে প্রস্তুত আসাদ প্রশাসন ও মিত্র রাশিয়া।

এ পরিস্থিতিতে যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে আশংকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের বলি হতে পারে ইদলিব ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় ৩০ লাখ বাসিন্দা। এরই মধ্যে যাদের অর্ধেকই গৃহহীন হয়ে পড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply