পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুরে ৭৩ জন গ্রেফতার

|

ফরিদপুর প্রতিনিধি
সারাদেশে চলমান পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফরিদপুর জেলা পুলিশ গত ২৪ ঘন্টায় মোট ৭৩ জনকে গ্রেফতার করেছে।

এর মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে। অভিযানে ৯৭ পিস ইয়াবা,গাঁজা ১২০ গ্রাম, ফেনসিডিল ১৯৬ বোতল, বিয়ার ১০ ক্যান উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, জেলার ৯ টি উপজেলায় ৯ থানা ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আটককৃতদের মধ্যে মাদক মামলায় ৮ জন, মাদক সেবনকারী ৯ জন, নিয়মিত মামলায় ও গ্রেফতারী পরোয়ানাজারীকৃত ৫৬ জন। এসময় জেলার বিভিন্ন থানায় মোট ১২টি মামলা হয়।

ফরিদপুর কোতয়ালী থানা’র অফিসার ইন চার্জ এএফএম নাসিম জানান, গত ২৪ ঘন্টায় জেলার ৯টি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৭৩ আসামিকে আটক করেছে থানা ও ডিবি পুলিশ।

তিনি আরো জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply