ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামস

|

আনাসতাসিজা সেভাসতোভাকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেন টেনিসের টুর্নামেন্টের নারী এককের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস।

প্রথম সেটে দুই গেইম হেরে গেলেও ঘুরে দাড়ান সেরেনা। জিতে নেন পরের পাঁচ গেইম। দ্বিতীয় সেটে কোনো সুযোগই দেননি সেভাসতোভাকে। ৬-০ গেইমের জয় তুলে নিয়ে ২০১৪ সালের পর আবারো ইউএস ওপেন ফাইনালে সেরেনা। সন্তান জন্মদানের পর এটিই প্রথম গ্র্যান্ডস্লামের ফাইনাল সেরেনা ইউলিয়ামসের।

এদিকে জাপানের প্রথম নারী হিসেবে কোন গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছেন নাওমি ওসাকা। শেষ চারে ম্যাডসন কেইসকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন ২০ বছর বয়সি এই তরুনী। শনিবার ফাইনালে সর্বাধিক ২৩ গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হবে। ১৯৯৯ সালে সেরেনা যখন প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন তখন ওসাকার বয়স ছিলো ১ বছর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply