শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে  লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

|

প্রদ্যুৎ কুমার সরকার , মাদারীপুর

ঝড়ো বাতাসে  পদ্মা নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল পৌনে দশটা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারন করেছে।

বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার (৬সেপ্টেম্বর) সকাল থেকেই ঝড়ো বাতাস বইতে থাকে। সকাল সাড়ে নয়টার পর বাতাসের বেগ বেড়ে গেলে মাঝ পদ্মা উত্তাল হয়ে উঠে। ঢেউয়ের কারণে মাঝ পদ্মায় লঞ্চ ও স্পীডবোট চলাচল হুমকির মুখে পড়ে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ও চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘পদ্মা উত্তাল থাকায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply