জেরুজালেম থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে প্যারাগুয়ে

|

জেরুজালেম

জেরুজালেম থেকে সরিয়ে ইসরায়েলের তেল-আবিবে দূতাবাস ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারাগুয়ে। জবাবে দক্ষিণ আমেরিকার দেশটিতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। অন্যদিকে, খুব শিগগিরই প্যারাগুয়েতে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ফিলিস্তিন।

জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের তিন মাসের মাথায় তা পরিবর্তনের এ সিদ্ধান্ত নিয়েছে প্যারাগুয়ের নতুন সরকার। দেশটির প্রেসিডেন্ট মারিও আব্দো বেনিতেজ বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অর্জনে কাজ করবেন তারা। অপরদিকে, প্যারাগুয়ের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গেলো মে মাসে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে একই সিদ্ধান্ত নেন প্যারাগুয়ের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট হোরাশিও কার্টেজ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply