পূর্ণ পয়েন্টের লক্ষ্যেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

|

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত, এমন সমীকরণে পূর্ণ পয়েন্টেই চোখ স্বাগতিক বাংলাদেশের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারানো জেমি ডে শিষ্যরা বেশ আত্মবিশ্বাসী। তবে তিন বছরের নির্বাসন কাটিয়ে ফেরা পাকিস্তানকে আরও কঠিন প্রতিপক্ষ মনে করেন কোচ। গত ম্যাচে শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারানো বিশালদেহী পাক ফুটবলারদের বিপক্ষে তাই ভিন্ন কৌশল সাজাচ্ছেন তিনি। নির্ধারিত অনুশীলন বাতিল করে ফুটবলারদের কিছুটা নির্ভার রাখার চেষ্টা করেছেন ব্রিটিশ কোচ।

দু’দলের শেষ ৮ দেখায় দুটি জয় বাংলাদেশের, একটি পাকিস্তানের। ড্র হয়েছে বাকি ম্যাচগুলো। পাকিস্তানের বড় শক্তি ডেনমার্ক, ইংল্যান্ডের হয়ে খেলা বেশ কয়েকজন ফুটবলার। ২০১৩ সাফ ফুটবলে, শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হেরেছিলো বাংলাদেশ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply