জমি উদ্ধারের সময় বনবিভাগের কর্মকর্তাদের ওপর দখলদারদের হামলা

|

সিলেটে রাতারগুল বনের জমি উদ্ধারের সময় অবৈধ দখলদারদের হামলায় বনবিভাগের এক কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন। সকালে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, সকালে জমি উদ্ধার করতে গেলে হামলাকারীদের সাথে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের সংঘর্ষ বাধে। এসময় গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার আঘাত গুরুতর হওয়ায় তিনি শঙ্কামুক্ত নন। আহত বাকি দুই বনরক্ষী শুভ্র ও আক্কাস আলী একই হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া কয়েকজন বনরক্ষী এখনো নিখোঁজ রয়েছে বলেও জানান বিভাগীয় বন কর্মকর্তা মুনিরুল ইসলাম।

সম্প্রতি রাতারগুল বনের দুই পাশে দখল হয়ে যাওয়া দুইশ এক একর জায়গা উদ্ধার করে বনায়নের উদ্যোগ নেয়া হয় বন বিভাগ। সেখানে গাছ লাগানো হলে স্থানীয় দখলদাররা তা উপড়ে ফেলে।

পুলিশ জানায়, স্থানীয় প্রভাবশালী সাব্বির আহমদ ও তার অনুসারীদের বিরুদ্ধে দেশিয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ মিলেছে। বনবিভাগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply