ফারুক হত্যা মামলায় আসামির জামিন শুনানিকে কেন্দ্র করে রণক্ষেত্র

|

শামীম আল মামুন,টাঙ্গাইল
টাঙ্গাইলে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সাক্ষী উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণের দিন আগামী ২৭ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। আজ বুধবার মামলার প্রধান আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানার উপস্থিতিতে এ আদেশ দেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদা খানম।

অপরদিকে এমপি রানার সমর্থকরা মিছিল নিয়ে আদালত প্রাঙ্গনের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। পরে সমর্থকরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও লাঠিচার্জ করে। এ ঘটনায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ ১১জনকে আটক করে পুলিশ।

এদিকে আসামিপক্ষের জামিনের আবেদনের প্রেক্ষিতে আজ বিকেল চারটায় জামিন না মঞ্জুর করেন বিচারক মাখসুদা খানম।

অপরদিকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যার বিচার দাবিতে আদালত চত্বর ও শহরের বিভিন্নস্থানে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply