আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে চলছে সুপ্রিম কোর্টের কার্যক্রম

|

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞার নেতৃত্বে চলছে সুপ্রিম কোর্টের কার্যক্রম। সব বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বার অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে, ফুলকোর্ট রেফারন্স মিটিং করছেন তিনি।

প্রধান বিচারপতি এসকে সিনহা ছুটিতে যাওয়ায় আপিল বিভাগের সিনিয়র বিচারপতি ওয়াহাব মিয়াকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রনালয়। একমাস অবকাশের পর সকালে সর্বোচ্চ আদালত খুললে, বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ বসে। ১০টা পর্যন্ত বেঞ্চের কার্যক্রম চলে। ২০টির মতো মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল এক মাসের ছুটি নেন প্রধান বিচারপতি এসকে সিনহা। আজ থেকে ১ নভেম্বর পর্যন্ত ছুটি মঞ্জুর হয়েছে তার। বিষয়টি নিয়ে নানা ধরণের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply