জমিতে মিললো ১৪ নবজাতকের দেহ: পুলিশ বলছে এগুলো ‘চিকিৎসা বর্জ্য’!

|

ভারতের পশ্চিমবঙ্গে ১৪ শিশু ভ্রূণ আর হাড়গোড় উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্য। কলকাতায় পরিত্যক্ত জমি থেকে উদ্ধার ভ্রূণ ও কঙ্কালগুলো মানবশিশুর নয়, এমন দাবি করছে পুলিশ।

গতকাল রোববার একটি বস্তার ভেতরে ১৪টি অপরিণত মানবশিশুর পচে যাওয়া মৃতদেহ, কঙ্কাল আর ভ্রূণের সন্ধান মেলার খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। এ ঘটনায় অবৈধ গর্ভপাতের সাথে জড়িত কোনো চক্রের সম্পৃক্ততা রয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিল কর্তৃপক্ষ।

খবরটিকে ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হলে দ্রুত তদন্তের ঘোষণা দেন স্থানীয় মেয়র। মরদেহ ও ভ্রূণগুলো হাসপাতালে পাঠানো হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশের দাবি, বস্তাগুলোতে যা ছিল- তা চিকিৎসা বর্জ্য।

তবে সেসব বর্জ্যের ধরণ সম্পর্কে কোনো ধারণা নেই তাদের। সদ্যজাত মানবশিশুর মৃতদেহ আর ভ্রূণ রাতারাতি কিভাবে চিকিৎসা বর্জ্যে পাল্টে গেল, তা নিয়ে জনমনে বাড়ছে ধোঁয়াশা। অবৈধ গর্ভপাত ধামাচাপা দিতে এমন কাণ্ড ধারণা অনেকের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply