মাহমুদুল্লাহর তাণ্ডবে প্লেঅফে সেন্ট কিটস

|

মাহমুদুল্লাহ রিয়াদের বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্লেঅফে উঠেছে তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস। বৃষ্টি আইনে জ্যামাইকা তালওয়াশকে ৭ উইকেটে হারিয়েছে দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৬ রান তোলে জ্যামাইকা। সর্বোচ্চ ৮৪ রান আসে রভম্যান পাওয়েলের ব্যাট থেকে। এদিন, বল হাতে দেখা যায়নি মাহমুদুল্লাহ রিয়াদকে। বৃষ্টির বাধায় সেন্ট কিটসের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ১১৮ রান। ক্রিস গেইলের ৪১ আর ভ্যান ডার ডুসেনের ৪৫ রানে শুরুটা ভালো হয় সেন্ট কিটসের। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন বাংলাদেশি অলরাউন্ডার। তার ১১ বলে ২৮ রানের ইনিংসে ছিল ২ চার আর ২ ছক্কা। এর ফলে ৫ বল হাতে রেখেই জয় পায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

ম্যাচ সেরার পুরস্কার পাননি। সেটি পেয়েছেন ডুসেন। তাতে কোনো আক্ষেপ নেই বাংলাদেশের ‘আনসাং হিরো’র। বলেছেন, দলের জয়ে অবদান রাখতে পেরে আনন্দিত। বল দেখেশুনে হিট করার ভাবনা ছিল, সেটি কাজে লেগেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচও জয় দিয়ে শেষ করতে চাই।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply