ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্ম ব্রাজিলের জাতীয় জাদুঘর

|

আগুনে ভস্ম হয়ে গেছে ব্রাজিলের জাতীয় জাদুঘর

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্ম হয়ে গেছে ব্রাজিলের জাতীয় জাদুঘর। স্থানীয় সময় রোববার রাতে রিও ডি জেনেরিও’র দুশ’ বছরের পুরানো জাদুঘরটি দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

ব্রাজিলের জাতীয় জাদুঘরটিতে আছে ২ কোটির বেশি সংগ্রহ। স্থানীয়রা জানান, দর্শনার্থীদের জন্য দরজা বন্ধের কিছু সময় পরই ঘটে আগুনের সূত্রপাত। সবশেষ, ফায়ার ব্রিগেডের অনেকগুলো ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসার খবর মিলেছে। তবে, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল তেমের। লিখেছেন, এটা গোটা ব্রাজিলের জন্য কালো দিন।

জাদুঘরটিতে ছিল প্রাচীন মিসরের ঐতিহ্যের নিদর্শন, ১২ হাজার বছরের পুরাতন মানবদেহের কঙ্কালের মতো মূল্যবান দ্রব্য। ১৮১৮ সালে, জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্তুগীজ রাজপরিবারের আবাসস্থল ছিল ভবনটি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply