রয়টার্সের ২ সাংবাদিককে মিয়ানমার আদালতের ৭ বছরের কারাদণ্ড

|

রয়টার্সের দুই দণ্ডপ্রাপ্ত সাংবাদিক ওয়া লোন এবং চ্যাও সো উ

রোহিঙ্গা নিধনযজ্ঞের তথ্য সংগ্রহের সময় মিয়ানমারে আটক রয়টার্সের ২ সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে ইয়াঙ্গুন আদালত।

দুই সাংবাদিক ওয়া লোন এবং চ্যাও সো উ’কে দোষী সাব্যস্ত করে মিয়ানমারের আদালত বলেন, সংবাদ সংগ্রহের নামে মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছেন তারা।

আটক হওয়ার পর থেকে যে ৯ মাস তারা কারাগারে ছিলেন, সেটা সাজা থেকে বাদ পড়বে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

এদিকে, রায় ঘোষণার আগে থেকেই ২ সাংবাদিকের মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন সংবাদকর্মী ও মানবাধিকারকর্মীরা। গেলো ডিসেম্বরে, রাখাইনে সেনা নিপীড়ণের গোপন তথ্য ও ছবি সংগ্রহের সময় পুলিশের হাতে আটক হন রয়টার্সের দুই সাংবাদিক। জানুয়ারি মাস থেকে, তাদের বিরূদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে শুরু হয় মামলার শুনানি। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাংবাদিকরা জানান, গোপন নথি দেয়ার নামে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে পুলিশ।

এর আগে, রায় ঘোষণার কথা থাকলেও বিচারকের অসুস্থতার কারণ দেখিয়ে সেটি পেছানো হয়। দুই সাংবাদিকের পরিবার ও আইনজীবীদের অভিযোগ, সেদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট ইস্যুতে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রকাশ হওয়ায় রায় পেছানো হয়।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply