ইয়েমেনে বিমান হামলায় ৪০ স্কুলছাত্র নিহত: দায় স্বীকার করলো সৌদি জোট

|

ইয়েমেনে স্কুল বাসে চালানো বিমান হামলার ঘটনায় অবশেষে দায় স্বীকার করল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তদন্ত প্রতিবেদনে ঐ হামলাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ হিসেবে আখ্যা দেয় দু’দেশ।

শনিবার রিয়াদে এক সংবাদ সম্মেলন করে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক শাখা। জানানো হয়, ভুলের সাথে জড়িতদের অবিলম্বে শাস্তি নিশ্চিত করা হবে।

সৌদি জোটের এ স্বীকারোক্তিকে ‘বিরল ঘটনা’ আখ্যা দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। গত ৯ আগস্ট ইয়েমেনের সাদাহ প্রদেশে বিমান হামলায় প্রাণ যায় ৪০ জন স্কুলপড়ুয়া শিশুর।

সেসময় জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি স্কুলবাসে হামলার অভিযোগ অস্বীকার করেছিলেন। বলেছিলেন, বিদ্রোহীদের সামরিক স্থাপনা ছিলো মূল লক্ষ্য। এরপরই, বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনায় চাপে পড়ে তদন্ত করে সৌদি জোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply