হাজার ভক্তের মাথায় নারকেল ভাঙলেন পুরোহিত, ভিডিও ভাইরাল

|

ঘটনাটি বেশ পুরনো। আগস্টের প্রথম সপ্তাহের। তবে সোশ্যাল মিডিয়ায় হাতবদল হতে হতে সেই ভিডিও এখন ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই ভিডিওটি তোলা হয়েছিল গত ৪ আগস্ট তামিলনাড়ুর মহাদানপুরমে। সেখানকার হিন্দু-তামিল সম্প্রদায়ের বাৎসরিক আগি পেরুক্কু উৎসব কষ্ট স্বীকারের জন্য বিখ্যাত। মহালক্ষ্মী মন্দিরের ওই উৎসবে প্রায় হাজারখানেক ভক্তের মাথায় নারকেল ভাঙেন পুরোহিত।

মাথায় নারকেল ভাঙার ওই অনুষ্ঠানে পুলিশের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মীরাও। আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নেওয়া হয়েছিল যাবতীয় ব্যবস্থা।

কিন্তু অনেকের মাথা ফেটে রক্তপাত হতে থাকলেও চিকিৎসা করাতে রাজি হননি। কারণটা ওই কষ্ট স্বীকার। ঈশ্বরের উদ্দেশে এমন লৌকিক কষ্ট স্বীকারের পর চিকিৎসা করালে ঈশ্বরকে অপমান করা হবে, এমন মানসিকতা থেকেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

তবে উপশমের জন্য বিভুতি এবং হলুদগুঁড়ো ব্যবহারের অনুমতি রয়েছে প্রথায়। তবে এই রীতি পালনে বেশ কয়েক জন ভক্ত সাংঘাতিক ভাবে আহত হওয়ায় নিন্দা প্রকাশ করেছে সে রাজ্যের মানবাধিকার কমিশন। আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply