সরকারের সমালোচনা রাষ্ট্রদ্রোহ নয়: ভারতের আইন কমিশন

|

সরকারি নীতি নিয়ে কেউ ভিন্ন মত প্রকাশ করলেই তাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত করা যায় না বলে মন্তব্য করেছে ভারতের আইন কমিশন। কমিশন বলছে, জনগণের নিজের স্বার্থ দেখার স্বাধীনতা রয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই একই রকম চিন্তা করবে ও কথা করবে তেমন কোনো বাধ্যবাদকতা নেই বলেও মন্তব্য করেছেন তারা। অবসরপ্রাপ্ত বিচারপতি বলবীর সিং চৌহানের নেতৃত্বে কমিশনের একটি প্যানেল এসব কথা বলেছে।

কমিশন বলেছে, যদি ইচ্ছাকৃতভাবে কেউ জননিরাপত্তা আদেশ লঙ্ঘন করে ও অবৈধ উপায়ে সরকারকে উৎখাত করার চেষ্টায় লিপ্ত থাকে তাহলে রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করা উচিত।

কমিশন বলছে, সরকার যদি গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে না পারে, তাহলে স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা পরবর্তী সময়ের মধ্যে প্রায় কোনো পার্থক্য থাকে না। নিজের ইতিহাসকে সমালোচনা করার অধিকার এবং অন্যকে বিক্ষুব্ধ করার অধিকার, এ দুইই মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে। জাতীয় সংহতিকে রক্ষা করার প্রয়োজন রয়েছে, কিন্তু তার নাম করে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা উচিত নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply