সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন

|

সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে বিভিন্ন জেলায়।

সকালে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। এতে সুবর্ণা নদীকে নৃশংসভাবে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান তারা। হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানান বক্তারা। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-আরইউজে’র আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষও।

এদিকে সুর্বণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে সকাল ১১ টায় নেত্রকোণা সাংবাদিক সমাজের উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী,সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান,সমকাল প্রতিনিধি খুলিলুর রহমান শেখ ইকবাল, এনটিভির স্টাফ রির্পোটার ভজন দাস,দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন, জনকণ্ঠের জেলা প্রতিনিধি সঞ্জয় সরকার, সময়টিভির জেলা প্রতিনিধি আলপনা বেগম,ডেইলী অবজারভারের জেলা প্রতিনিধি সুজাদুল ইসলাম ফারাস, মাইটিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমান,প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী,সচেতন নাগরিক সমাজের সভাপতি দেব শংকর রায় দেবু,নেত্রকোণা উন্নয়নে নাগরিক আন্দোলনের সম্পদক খানে আলম খান।
এসময় বক্তারা সাংবাদিক সুর্বণা আক্তার নদী হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply