চসিক পরিচালিত ৩৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

|

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির ভবন ঝুঁকিপূর্ণ। দুই বছর আগে চিহ্নিত করা হলেও সংস্কার বা নতুন ভবন নির্মাণে নেই, কার্যকর কোনো পদক্ষেপ। তাই জীবনের ঝুঁকি নিয়েই চলছে পাঠদান কার্যক্রম। প্রতিনিয়ত দুর্ঘটনায় শঙ্কায় আছেন শিক্ষক শিক্ষার্থীরা।

৭০’র দশকে নির্মিত বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবস্থা এখন করুণ। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা। ইট সুরকি খসে গিয়ে বেরিয়ে পড়েছে রড।

একই অবস্থা পাশের লামা বাজার সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়েরও। ২০১৬ এক জরিপে এ দুটি প্রতিষ্ঠানসহ মোট ২০টি স্কুলভবনকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। তবে এখনও নতুন ভবন নির্মাণ না হওয়ায় ঝুঁকি নিয়েই এসব ভবনে চলছে পাঠদান।

স্কুল দুটির শিক্ষকরা বলছেন, নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যেই সিটি কর্পোরেশন থেকে মৌখিক নির্দেশনা এসেছে। এজন্য পাশের কলেজে পাঠদান কার্যক্রম স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে।

তবে সিটি কর্পোরেশন বলছে, ভবনগুলো এখনই ভেঙ্গে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তারপরও ঝুঁকি এড়াতে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ কাজ শুরুর চেষ্টা করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply