যোগাযোগমন্ত্রীকে ভিডিওটি দেখার অনুরোধ আকিফার বাবার (ভিডিও)

|

বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়া শিশু আকিফার মৃত্যুর ঘটনায় বিচার চেয়েছেন তার বাবা হারুন অর রশীদ। তার দাবি, চালক ইচ্ছাকৃতভাবেই তার স্ত্রীকে ধাক্কা দিয়েছে। এ ঘটনার ভিডিও ফুটেজটি তিনি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার কুষ্টিয়ায় থেমে থাকা বাসের সামনে দিয়ে সড়ক পার হচ্ছিলো আকিফার মা। এসময় বাসটি হঠাৎ ধাক্কা দেয় আকিফার মা ও কোলে থাকা আকিফাকে। গুরুতর আহত আকিফাকে প্রথমে কুষ্টিয়া ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আকিফা মারা যায়। আকিফাকে ধাক্কা দেয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শোকার্ত বাবা হারুন অর রশীদ বলেন, বাসটিকে থামা অবস্থায় দেখতে পেয়েই তার স্ত্রী সন্তানকে নিয়ে বাসের সামনে দিয়ে পার হচ্ছিল। কিন্তু চালক না দেখেই চালিয়ে দিল। তার মানে চালক ইচ্ছেকৃতভাবে চাপা দিয়েছে। যোগাযোগমন্ত্রী ভিডিওটি দেখে বলুক এটি ইচ্ছেকৃত কিনা।

এদিকে, শিশু আকিফার বাবা ফিরলেই মামলা নেওয়া হবে বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

https://www.youtube.com/watch?v=0kxCSdk_JlM

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply