আবারো ঘুরে দাঁড়াতে চান নাটোরের প্রতিবন্ধি শিপলু

|

স্টাফ রিপোর্টার, নাটোর থেকে:

জন্ম থেকেই প্রতিবন্ধি নাটোরের করোটা গ্রামের শিপলু সরকার। দুই পা অচল হলেও প্রবল আত্মপ্রত্যয়ী সে। তাইতো জীবন যুদ্ধে হার মানেননি শিপুল।

কারো কাছে যাতে হাত পাততে না হয় সেজন্য গড়ে তুলেছেন একটি মুদি দোকান। ভালো চলছিলো। কিন্তু মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে তার দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসতে আসতে পুড়ে যায় শিপলুর দোকান। পরদিন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান ঘটনাস্থল ঘুরে জেলা প্রশাসক শাহিনা খাতুনকে বিষয়টি জানান। তিনি শিপলুকে সহায়তার আশ্বাস দেন।

পরে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শিপলু সরকারের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এর আগে শহরের মল্লিকহাটি এলাকার সাজ্জাদ মন্ডল পাঁচ হাজার ও তার বন্ধু আলমগীর হোসেন এক হাজার অর্থ সহায়তা করেন।

এসময় শিপুল সরকার বলেন, জেলা প্রশাসক মহোদয়সহ সবাই যেভাবে পাশে দাঁড়াচ্ছে আশা করি দ্রুত দোকান পুনরায় চালু করতে পারবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply