পুলিশের ওপর হামলার মামলায় আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী কারাগারে

|

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের গুরুদাসপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রবেশ নিয়ে পুলিশের ওপর হামলার মামলায় জেলা পরিষদের এক সদস্যসহ উপজেলা আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার দুপুরে আসামীরা আদালতে হাজির হয়ে জামিনাদেশ বর্ধিত আবেদন করলে গুরুদাসপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম তাদের জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ মে গুরুদাসপুর উপজেলার সমন্বয় সভায় প্রবেশ করাকে নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪জন পুলিশসহ আহত হয় অন্তত ১০জন। এ ঘটনায় ১২ মে শুক্রবার সকালে গুরুদাসপুর থানার এস আই সাইদুজ্জামান বাদী হয়ে পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লাসহ আওয়ামী লীগের ৬৭জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ২০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় আসামিরা জামিনে ছিল। আজ বুধবার পুনরায় হাজির হয়ে জামিনাদেশ বর্ধিত করার আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে।

এতে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জেলা পরিষদ সদস্য মেহেদী হাসানসহ ৪৫ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তবে মামলার প্রধান আসামি পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply