‘বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছিল’

|

বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণে স্বাধীনতার পর অল্প সময়ের মধ্যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে সক্ষম হয়েছিল। বাঙ্গালির ভাগ্য নিয়ন্ত্রক নিজেদেরকেই হতে হবে জাতিকে এমন স্বপ্ন দেখিয়েছিল তিনি। বিকেলে এফবিসিসিআই আয়োজিত ‘শোক দিবসের প্রাসঙ্গিকতা এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মন্ত্রী আরও বলেন, মামলা, জেল-জুলুম আর ফাঁসির হুমকি কোন কিছুই বঙ্গবন্ধুকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। ফাঁসির মঞ্চেও তিনি তার লক্ষ্যে ছিলেন অবিচল।

আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের সবাইকে একসাথে কাজ করতে হবে। অর্থনৈতিকভাবে সাবলম্বী দেশ গড়তে বেসরকারি খাতের উন্নয়নের প্রতি জোর দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply