বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

|

৪১৯ জন হাজি নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। সোমবার রাত ১১টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌছায়। এসময় হাজিদের অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন বিমানের শীর্ষ কর্মকর্তারা।

সরকারি ব্যবস্থাপনায় যাওয়া এসব হজ যাত্রীরা পুরো হজ প্রক্রিয়ায় সন্তুষ্ট হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে সৌদি এয়ারলাইন্সের এসবি-৮০২ ফ্লাইট রোববার দিবাগত রাত ৩টা ১৯ মিনিটে ঢাকা আসে। ফ্লাইটটিতে ছিলেন ৩শ’ ৮০জন হাজি। যাত্রাপথে বিলম্ব ছাড়া অন্য কোনো অভিযোগ করেননি যাত্রীরা। এবার বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব গেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply