যুক্তরাষ্ট্রে গেইম বারে এলোপাতাড়ি গুলি; নিহত ৩

|

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভিডিও গেইম ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেছে অন্তত ২ জনের। আহত হয়েছে আরও ১১ জন। পরে হামলাকারী নিজেই গুলি করে আত্মহত্যা করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ফ্লোরিডার জ্যাকসনভিলে একটি গেইম কমপ্লেক্সে অনলাইন ভিডিও টুর্নামেন্ট চলছিল। হঠাৎ এক বন্দুকধারী কমপ্লেক্সে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে বেশ কয়েকজনকে হতাহত হন। পরে হামলাকারী আত্মহত্যা করেছে।

তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনার পর ঐ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুলিশ বলছে, ডেভিড কাটজ নামের ২৪ বছরের হামলাকারী বাল্টিমোর বংশোদ্ভুত।

গেলো কয়েক বছরে বেশ কয়েকবার বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে ফ্লোরিডায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় নিহত হয় ১৭ জন। এছাড়া ২০১৬ সালে নাইটক্লাবে হামলায় প্রাণ গিয়েছিল ৪৯ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply