বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রার্থীদের প্রতীকী সনদ ছেঁড়া কর্মসূচি

|

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রতীকী সনদ ছেঁড়া কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। শনিবার (১০ জুন) দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করে চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ।

এ সময় আন্দোলনকারীরা বলেন, করোনার কারণে তারা দুই বছর সব কিছু থেকে পিছিয়ে পড়েছেন, একইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেশন জটের কারণে পাশ করতেই ২৭-২৮ বছর লেগে যাচ্ছে। এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ না করলে কয়েক লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে।

এ সময় সরকারের কাছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দেন আন্দোলনরতরা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply