তুরস্কে জব্দ ১ বিলিয়ন ডলারের নকল নোট, গ্রেফতার ৬

|

তুরস্কে জব্দ করা হয়েছে ১ বিলিয়ন নকল ডলার। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ভুয়া মুদ্রা আটকের ঘটনা এটি। শুক্রবার (৯ জুন) এ তথ্য প্রকাশ করে কর্তৃপক্ষ। খবর আল আরাবিয়ার।

শুক্রবার ইস্তাম্বুলের গভর্নর জানান, সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ডলার উদ্ধার করা হয়েছে। কাগি-থানে জেলার একটি গোপন কারখানায় ছাপানো হচ্ছিলো এসব মুদ্রা। ধারণা করা হচ্ছে, আফ্রিকা মহাদেশ ছিল এসব নকল ডলার পাচারের টার্গেট।

সেনাবাহিনীর তৎপরতায় ঘটনাস্থল থেকে ৬ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ঘানার এক নাগরিক এবং সুইডেনের ৩ জন নাগরিক। তারা সবাই আন্তর্জাতিক অপরাধী চক্রের সদস্য। দেশগুলোর দূতাবাসের সহযোগিতায় তাদের ঘরবাড়িতেও চালানো হয়েছে তল্লাশি। সেখান থেকে জব্দ করা হয় নগদ অর্থ এবং গহনাও। চক্রটির মূল হোতার সন্ধানে তল্লাশি চলছে বলেও জানানো হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply