ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই নৌকায় আগুন

|

ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই একটি নৌকায় আগুন লেগেছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী।

সম্প্রতি দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার এমএসএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে ঘটনাটির ভিডিও। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে কাঠের নৌকাটি। ধোঁয়া দেখে ঘটনাস্থলে পৌছায় লিবিয়ার কোস্টগার্ড। যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয় অন্য একটি জাহাজে।

উদ্ধারকৃতদের আটক করে আবারো লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোস্টগার্ডের তীব্র নজরদারির মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে এই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করে বহু মানুষ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply