নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

|

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ থেকে লাগা আগুনে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত ভোর রাতে কাশিপুর শেখ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মো. সালাম মন্ডল, বুলবুলি বেগম, সোনিয়া আক্তার, টুটুল ও শিশু মেহেজাবিন।

প্রতিবেশীরা জানায়, ভোরে তাদের চিৎকারে এগিয়ে গেলে করে ঘরের ভেতরে আগুনে দগ্ধ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে থেকে ঢাকা বার্ন ইউনিটে পাঠায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক পাখা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সালাম মন্ডল ৭০%, বুলবুলি ২৫ %, সোনিয়া ৪২%, টুটুল ৬০% ও শিশু মেহজাবিন ৩৫% দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি আছে। তাদের সকলের অবস্থা প্রায় আশঙ্কাজনক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply