হত্যা মামলায় জামিন পেলেন ইমরান খান

|

সুপ্রিম কোর্টের আইনজীবীকে হত্যা মামলায় জামিন পেয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। বৃহস্পতিবার (৮ জুন) ইসলামাবাদ হাইকোর্ট তার ১৪ দিনের জামিন মঞ্জুর করেন। খবর রয়টার্সের।

এদিন শুনানিকালে আদালতে হাজির ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। একই দিন আরও ১৬ মামলায় ইমরান খানকে জামিন দেয়া হয় বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

এদিকে পিটিআই ছাড়ার পর এবার নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত জাহাঙ্গীর তারিন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করেন এ নেতা। ইশতিহকাম-ই-পাকিস্তান পার্টি নামের এই দলে তার সাথে যোগ দিয়েছেন আলেম খান, ইমরান ইসমাইল, আলি জায়দিসহ দলত্যাগী আরও কয়েকজন সাবেক পিটিআই নেতা। দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে দল গঠনের এ সিদ্ধান্ত বলে জানান জাহাঙ্গীর। ২০১৮ সালে ইমরান খান যখন সরকার গঠন করেছিলেন। সেসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাহাঙ্গীরন তারিন। দেশটিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে দল পিটিআই ছাড়েন এ নেতা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply