চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সাথে কেমিক্যাল ভর্তি লরির সংঘর্ষ, নিহত ১

|

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বন্দর থেকে বের হওয়া তেলবাহী ওয়াগনের সাথে হাইড্রোজেন পার অক্সাইড বোঝায় লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোজাম্মেল হক লাভলু নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস এবং বন্দর কর্তৃপক্ষের তিন ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনা কবলিত ওয়াগন ও লরি সড়ক থেকে সরিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দর থেকে বের হওয়া ওয়াগনের সাথে গ্যাসবাহী লরির সংঘর্ষ ঘটে। এ সময় ওয়াগনের ধাক্কায় লরিতে থাকা গ্যাসের ট্যাঙ্ক ছিটকে নিচে পড়ে যায়। ট্যাঙ্কের নিচে পড়ে একটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে সেখানে লাভলু চাপা পড়ে।

এই দুর্ঘটনার জন্য তারা লরি চালক ও ওয়াগন চালক উভয়কে দোষারোপ করেন। এ দুর্ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে ময়নাতদন্ত শেষে নিহত লাভলুর মরদেহ স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply