কৃষকরা এখনও সঠিক মূল্য পাচ্ছে না: ড. আব্দুর রাজ্জাক

|

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি।

কৃষকরা এখনও সঠিক মূল্য পাচ্ছে না। পণ্য বাজারজাত করণে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয় তাদের। কৃষকদের সমস্যাগুলোর ব্যপারে সব মহলকে আরও মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘টেকসই ও সহনশীল খাদ্য ব্যবস্থার জন্য বিনিয়োগ’ শিরোনামে এক সিম্পোজিয়ামে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, আধুনিক কৃষির জন্য যান্ত্রিকীকরণ জরুরি। প্রথাগত কৃষির বদলে যন্ত্রনির্ভর কৃষি এখন সময়ের দাবি। কৃষকদের আধুনিক কৃষি সরঞ্জাম কিনতে ৫০ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে।

ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, বেশিরভাগ ফসল উৎপাদনে এখন দেশ স্বয়ংসম্পূর্ণ। নির্বাচনী ইশতেহারে কৃষিকে বাড়তি গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। সারে ভর্তুকি অব্যাহত রয়েছে। কৃষির উন্নয়নে সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply