বাজেটে ভর্তুকি দেবার ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি রয়েছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

|

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ভর্তুকি দেবার ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি রয়েছে। ভর্তুকি, কর রেয়াত ও সামাজিক সুরক্ষা এক করে দেখিয়েছে সরকার; এ কথা বলেছেন সেন্টার ফর পলিসির (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও সেন্টার ফর পলিসির (সিপিডি) উদ্যোগে ‘জাতীয় বাজেট: অসুবিধাগ্রস্ত মানুষেরা যা পেল’ শিরোনামে বুধবার (৭ জুন) রাজধানীতে আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তিনি।

আলোচনায় উঠে আসে, দারিদ্র্য কমলেও বাড়ছে বৈষম্য। শুধু আয়েই নয়, ভোগের ক্ষেত্রেও প্রকট হয়েছে বৈষম্য। সাধারণ মানুষদের স্বস্তির জন্য বাজেটে তেমন কোনো উদ্যোগ নেই।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তাতে বলা হয়, বড় বাজেট ও ভালো বাস্তবায়ন নিয়ে সরকারের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক জবাবদিহিতা না থাকলে বাজেটের যথাযথ বাস্তবায়ন সম্ভব হবে না।

জানানো হয়, মূল্যস্ফীতির হার নিয়ে দুই মন্ত্রণালয় আলাদা আলাদা তথ্য দিচ্ছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে। যা বাজারকে উসকে দেবে। এই বাজেটে পিছিয়ে পড়া নাগরিকরা অদৃশ্য হয়ে পড়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply