আগামী বছরের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

২০২৪ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক। মঙ্গলবার (৬ জুন) প্রকাশ করা হয় বিশ্ব অর্থনীতি সংক্রান্ত নতুন তথ্য। খবর আলজাজিরার।

নতুন প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর ২ দশমিক ৪ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। এর আগে, গত জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যা, ২ দশমিক ৭ শতাংশ হবে বলা হয়েছিল। তবে চলতি বছর বৈশ্বিক প্রকৃত জিডিপি বাড়বে ২ দশমিক ১ শতাংশ। যা ১ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, সুদের হার বৃদ্ধি ও ঋণ গ্রহণে কঠোর শর্ত আরোপের প্রভাব পড়বে আগামী বছরের প্রবৃদ্ধিতে। যার ফলে উন্নয়নশীল দেশগুলোর দুই-তৃতীয়াংশতেই আগের বছরের তুলনায় কমবে প্রবৃদ্ধির হার। বিশ্বব্যাংকের প্রত্যাশা, ২০২৫ সালে আবারও ৩ শতাংশে পৌঁছাবে বৈশ্বিক প্রবৃদ্ধি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply