নিহত ইউক্রেনীয় সেনা সংখ্যা নিয়ে ওয়াগনার ও রুশ সেনাবাহিনী মতবিরোধ প্রকাশ্যে

|

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন।

আবারও আলোচনায় রাশিয়ার সামরিক বাহিনীর সাথে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের দ্বন্দ্ব্য। এবার দোনবাসে নিহত ইউক্রেনীয় সেনার সংখ্যা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে দু’পক্ষের মধ্যে। খবর বিবিসির।

মঙ্গলবার (৬ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, দোনবাসে ৩ হাজার ৭শ’য়ের বেশি ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে। তবে এ দাবি উড়িয়ে দিয়েছেন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন।

তিনি বলেন, এতো সেনা মৃত্যুর তথ্য পুরোটাই অনুমান নির্ভর ও হাস্যকর বৈজ্ঞানিক কল্পকাহিনী।

এর আগে, গত রোববার ও সোমবার দোনেৎস্কে ইউক্রেনের বড় ধরনের হামলা নস্যাতের দাবি করে রাশিয়া। বলা হয়, ৫টি পয়েন্ট থেকে আক্রমণ চালায় ইউক্রেন। সেখানেই কিয়েভের বিপুল সংখ্যক সেনার প্রাণহানী ও সমরাস্ত্র ধ্বংস করা হয় বলে জানায় মস্কো। রুশ বাহিনীর ৭১ সেনা নিহতের কথাও জানায় তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply