বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স

|

বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। মঙ্গলবার (৬ জুন) অবসরের বয়সসীমা বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন ২ লাখ ৮১ হাজারের বেশি মানুষ। খবর রয়টার্সের।

আয়োজকদের প্রত্যাশা ছিল সংখ্যাটি ছয় লাখ ছাড়াবে। সেই তুলনায় কম ছিল বিক্ষোভকারীদের উপস্থিতি। রাজধানী প্যারিসে মাত্র ৩১ হাজার মানুষ নামেন রাজপথে। তাছাড়া দেশজুড়ে হয় ছোট-বড় আড়াইশো প্রতিবাদ মিছিল। এ সময় সংস্কার আইনের বাতিলের দাবি তোলেন ক্ষুব্ধ ফরাসিরা। পুলিশের ওপর হামলার পাশাপাশি অগ্নিসংযোগ করা হয় যানবাহনে। একপর্যায়ে ধরপাকড়ের শিকার হন আইন লঙ্ঘনকারীরা। পরিস্থিতি মোকাবেলায় পুরো ফ্রান্সে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত ১১ হাজার সেনাকে মোতায়েন করা হয়।

চলতি বছরের শুরুতেই অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছরে উন্নীত করার প্রস্তাব রাখেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। দাবি তাতে সরকারের বাজেটে আসবে কিছুটা স্বস্তি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply